Header Ads Widget

মসজিদের জন্য উদার হস্তে দান করুন

🌟 মসজিদের জন্য উদার হস্তে দান করুন 🌟
প্রিয় ধর্মপ্রাণ ভাই-বোনেরা, 

আমাদের সমাজের অধিকাংশ মানুষই দরিদ্র পরিবার থেকে আসেন। অনেকেই নিত্যপ্রয়োজনীয় আহার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, ফলে মসজিদে দান করার সুযোগ পান না। এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের মসজিদে মুসল্লিরা কষ্ট করে নামাজ আদায় করছেন। সূর্যের তাপে অথবা বৃষ্টির ভেজায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য।

আমরা আমাদের মসজিদের নির্মাণকাজ শুরু করতে চাই, যেন মুসল্লিরা আরামে ও স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন। মসজিদটির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আমরা আপনার সহযোগিতা চাই। আপনার উদার দান মসজিদের সেবায় নতুন পথ খুলে দেবে এবং আপনাকে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের সুযোগ দেবে।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মহৎ উদ্যোগে অংশ নিতে চান, তবে অনলাইনে ব্যাংক ট্রান্সফার বা বিকাশে অর্থ পাঠাতে পারেন। সরাসরি মসজিদেও এসে দান করতে পারবেন। আসুন, মসজিদের খেদমতে আমাদের হাত প্রসারিত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুন।

  🔹ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে: 
অ্যাকাউন্ট নম্বর: 0111440118088 
 নাম: Md Abduz Zaher 
 ব্যাংক: Eastern Bank PLC 
 শাখা: চৌমুহনী 

  🔹বিকাশ/নগদ/উপায় নম্বরে পাঠাতে: 
নম্বর: 01919105090 (পার্সোনাল) 

 আসুন, মসজিদ নির্মাণের এই মহৎ উদ্যোগে একসাথে অংশগ্রহণ করি। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের দানকে পরকালের পাথেয় বানান। আমিন।


 
💫 "যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, আল্লাহ তাকে বহুগুণে প্রতিদান প্রদান করেন।" (আল-কুরআন) 💫


ধন্যবাদান্তে,
হাজী লোকমান তাকওয়া জামে মসজিদ
ঠিকানা: হাজী লোকমান সড়ক, উত্তর মার্টিন, কমলনগর, লক্ষ্মীপুর, বাংলাদেশ

Post a Comment

0 Comments