Header Ads Widget

মসজিদের ঘাটলা নির্মাণে সহায়তার জন্য আবেদন।

 বরাবর,

প্রশাসক

উপজেলা পরিষদ

কমলনগর, লক্ষ্মীপুর

 

বিষয়: মসজিদের ঘাটলা নির্মাণে সহায়তার জন্য আবেদন।

 

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমাদের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজসহ অন্যান্য ইবাদত বন্দেগির জন্য একটি মাত্র জামে মসজিদ রয়েছে, যার নাম হাজী লোকমান তাকত্তয়া জামে মসজিদউক্ত মসজিদের কোনো ঘাটলা না থাকায় মুসল্লিদের অযু করার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে

 

তাই মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে উক্ত মসজিদের পুকুরে একটি ঘাটলা নির্মাণ একান্ত প্রয়োজন।

 

কিন্তু স্থানীয়ভাবে তহবিলের অভাবে তা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, ঘাটলা নির্মাণের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের সুযোগ নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

                                                               

বিনীত,

হাজী লোকমান হোসেন

সভাপতি

হাজী লোকমান তাকত্তয়া জামে মসজিদ

গ্রাম: উত্তর চর মার্টিন, ত্তয়ার্ড নং - ০১, ডাকঘর: মুন্সিগঞ্জ

উপজেলা: কমলনগর, জেলা: লক্ষ্মীপুর

মোবাইল: ০১৮১৬-২৮৪৭৬৮

 

সদয় অবগতি ত্ত কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো      

১।  উপজেলা প্রকৌশলী                                            

২।  ....................................... 

Post a Comment

0 Comments